কোপা আমেরিকা জয়ের পর বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে আর্জেন্টিনা। শিরোপা উদ্যাপনে বর্ণবাদী গান গেয়েছিলেন এনজো ফার্নান্দেজ। পরে অবশ্য ক্ষমা চান এই আর্জেন্টাইন মিডফিল্ডার। এই ঘটনায় আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে ক্ষমা চাইতে বলেন দেশটির ক্রীড়া কর্মকর্তা আন্ডার সেক্রেটারি অব স্পোর্টস জুলিও গারো। উলটো তাকেই বরখাস্ত করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই।