র্শক-সমর্থকদের কাছ থেকে পেলেন মধুর অভ্যর্থনা। এমন অভ্যর্থনা দেখে এমবাপ্পে নিজে হয়ে পড়েন আবেগপ্রবণ। দর্শকদের উদ্দেশে হাত বাড়িয়ে দেন সমর্থনের প্রতিদান। জানিয়েছেন, নিজের স্বপ্নের ক্লাবে আসতে পেরে খুশি তিনি। সেই সঙ্গে ফরাসি হয়েও কথা বলেছেন স্প্যানিশ ভাষায়। অভ্যর্থনায় উপস্থিত ছিলেন এমবাপ্পের বাবা-মা ও সাবেক ফরাসি ও রিয়াল মাদ্রিদের তারকা জিনেদিন জিদান। স্প্যানিশ ছাড়ায় এমবাপ্পে বলেন, ‘সবাইকে হ্যালো। আমি স্প্যানিশ ভাষায় কথা বলার চেষ্টা করছি। এখানে থাকা অবিশ্বাস্য। আমি অনেক বছর ধরে এমন দিনের স্বপ্ন দেখেছি, আমি আজ খুবই খুশি। আমার স্বপ্নের ক্লাব ও বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে থাকতে পেরে আমি খুব খুশি।’